Jibon Obhimaan

জীবন অভিমানে স্বপ্নে শ্রাবণে
সময় পিছু টানে কী কারণে?
লিখেছি চিঠি যত্নে প্রেমের বাঁধনে
বৃষ্টি নামে মনে মেঘ-স্টেশনে

জানি না তুমি কি না, স্মৃতি না কান্না
আজ জীবন পেতে চায় ভালোবাসা

জীবন অভিমানে স্বপ্নে শ্রাবণে
সময় পিছু টানে কী কারণে?

আমি তুমি একা আজ অচেনা
খামে লেখা নাম আছে, নেই ঠিকানা
জলরঙে আঁকা কত বাহানা
গল্পের শুরু জানি, শেষ অজানা

জীবন অভিমানে স্বপ্নে শ্রাবণে
সময় পিছু টানে কী কারণে?

কাঁটাতারে বাঁধা উঁকির জানলা
দুজনে কোথাও ভিড়ে হই একলা
হিসেবের ধাঁধা, শব্দের মেলা
ভালোবাসা মন ভাঙার মিথ্যে খেলা

জীবন অভিমানে স্বপ্নে শ্রাবণে
সময়ে পিছু টানে কী কারণে?

জানি না তুমি কি না, স্মৃতি না কান্না
আজ জীবন পেতে চায় ভালোবাসা



Credits
Writer(s): Prithwish Bandyopadhyay, Raghab Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link