Patrokhana Jay Jodi

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে
আছে অঞ্জলি মোর
আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও না পুরে
দাও, দাও না পুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে

সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই
সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই
ছড়াছড়ি যায় সে যে ওই যেখানে চাই
বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে
হৃদয় আমার সহজ সুধায় দাও না পুরে
দাও, দাও না পুরে

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে

বারে বারে চাইব না, চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে
বারে বারে চাইব না, চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে

বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে
অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে
বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে
অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে
শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে
হৃদয় আমার সহজ সুধায় দাও না পুরে
দাও, দাও না পুরে

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে
আছে অঞ্জলি মোর
আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও না পুরে
দাও, দাও না পুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link