Keno Piriti Baraila Re Bondhu

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিবো তোর মন
কেমনে রাখিবো তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাড়া-পড়শী বাদী আমার
বাদী কালন নদী
আমার বাদী কালন নদী
পাড়া-পড়শী বাদী আমার
বাদী কালন নদী
আমার বাদী কালন নদী

মরম-জ্বালা সইতে নারি
মরম-জ্বালা সইতে নারি
দিবানিশি কান্দি রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি

কারে কী বলিবো আমি
নিজেই অপরাধী
আমি নিজেই অপরাধী
কারে কী বলিবো আমি
নিজেই অপরাধী
নিজেই অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু
ছেড়ে যাইবা যদি
তুমি ছেড়ে যাইবা যদি



Credits
Writer(s): Traditional, Sayan Das
Lyrics powered by www.musixmatch.com

Link