Kadche Prithibi

গুমরে কাঁদছে পৃথিবী
শুনতে কি পাচ্ছ তুমি
প্রকৃতিকে আমরা মুচড়ে ফেলে
লাভের প্রাসাদ গড়ছি সবাই মিলে
কংক্রিট আর বিষ ধোঁয়াতে
বদলে দিয়েছি জলবায়ু কে
গলছে বরফ ফুঁসছে সাগর
দেখো তলিয়ে যায় দক্ষিণের চর
মানুষ আমরা ছুটছি কোথায়
পৃথিবীকে কাঁদিয়ে সব মঙ্গলে যায়
একটাইতো পৃথিবী
কাঁদছে দেখো পৃথিবী

সবুজ সেই ধানের ক্ষেত আজ পুড়ে খরায়
উদ্দাম সেই জলরাশি আজ মরু হয়ে যায়
দাবানলে আজ পুড়ে আমাজন কত প্রাণ ঝরে যাই
সাগরের রঙিন প্রবল আজ রং হারায়
অনাগতর কাছ থেকে ঋণ নিয়ে
নষ্ট করেছি এই ধরণীকে
রুদ্ধ এই পৃথিবী
কাঁদছে দেখো পৃথিবী

গুমরে কাঁদছে পৃথিবী
শুনতে কি পাচ্ছ তুমি
প্রকৃতিকে আমরা মুচড়ে ফেলে
লাভের প্রাসাদ গড়ছি সবাই মিলে
লাভের প্রাসাদ গড়ছি সবাই মিলে
লাভের প্রাসাদ গড়ছি সবাই মিলে
লাভের প্রাসাদ গড়ছি সবাই মিলে



Credits
Writer(s): Fahim Tonmoy
Lyrics powered by www.musixmatch.com

Link