Kichu Shwapno

কিছু স্বপ্ন পায় না পথের ঠিকানা
কিছু আঁধার ছুঁবে সে সীমানা

ছুটেছি যে পথে আমি
জানি না তার শেষ কোথায়
আলো-আঁধার খেলা করে
স্বপ্নেরই সেই ঠিকানায়

তবু কিছু আশা রেখেছি যত্ন করে
কিছু স্বপন রেখেছি আমি মুঠোভরে

কাঁটার সাথে করেছি সন্ধি আমি
কখনো ছুঁয়ো না সে সীমানা, একাই সইবো আমি
ব্যথার পাহাড় এখানে থাক, বইবো আমি
কখনো খুঁজো না সে ঠিকানা, একাকী রইবো আমি

চলার পথে ক্লান্ত হলে
ছায়া হয়ে রবো তোমার
দুঃখ-শোকের দীর্ঘ রাতে
ছুঁয়ে যাবো এ হৃদয় তোমার

তবু আমি যেতে চাই হেঁটে একলা পথে
চাই না তোমায় ছুঁয়ে যাক দুঃখ শত

তবু কিছু আশা রেখো তুমি যত্ন করে
কিছু স্বপন রেখো তুমি আমায় ঘিরে



Credits
Writer(s): Hridoy Khan, Md Razu Ahmed
Lyrics powered by www.musixmatch.com

Link