Khobor

খবর দিয়েছি কবর
খবর দিয়েছি কবর
কবে কখন কেন কি হবে হচ্ছে হতে পারে
জানি না, জানতেও চাই না

তাই খবর জেনে আর কি হবে
জেনে কি আর হবে
যা হবার তা হবে আর যা হবার না হবে না
হতেই পারে না
ভেবে ভেবে বসে বসে
কত হিসাব কষে কষে
বোঝা গেছে অবশেষে

হিসাব সে তো মেলে না
হিসাব সে তো মেলে না
কেউ জানে না, কেউ জানে না
কেউ জানেনা, কিছু জানি না

সময় শুধু অভিনয়
সময় শুধু অভিনয়
অযথা এই গল্পকথায়, আশা আর নিরাশায়
কী আসে যায়, কী আসে যায়
কী আসে যায় (কী আসে যায়) কী আসে যায়

কার ইশারায় কার বাধা সুতোয় হেঁটেই চলেছি
জানি নিজের নয়
এসেছি থেকেছি চলেছি চলে যাবো
যা পাওয়ার তা পাবো বাকি সবই হারাবো
অন্য কারো ইচ্ছায় (অন্য কারো ইচ্ছায়)

তাই খবর দিয়েছি কবর
খবর দিয়েছি কবর
কোনো খবর নেই
কোনো খবর নেই
কোনো খবর নেই
কোনো খবর নেই
তাই খবর দিয়েছি কবর
খবর দিয়েছি কবর



Credits
Writer(s): Asif Iqbal
Lyrics powered by www.musixmatch.com

Link