Noukadubi

আবার একটা আগের মতো বসন্ত চাই
পলাশ ফুলে রাস্তা পেরোই দুজনাই
চুপ করে বসব দুরত্ত থাক
আর দু জোড়া ঠোঁট একসাথে থেকে যাক

তোর কাঁধের উপর শান্তির ঘুম
কালশিটে শহর আজ নির্ঝুম
মহামারীর গলির আঁকে বাঁকে
পৃথিবী শীতল থাকে

চোখে চশমার কাঁচ ভেঙে যাক
বিশ্বে আবার আসুক প্লাবন
ঘূর্ণিঝড়ের ধুয়ে দেওয়া সৃষ্টিতে
সর্বনাশের বৃষ্টি নামুক

আমি ভালোবাসি নৌকাডুবির গান
আমি ভালোবাসি জোয়ার ভাটার টান
ডুবে যাক আবার আমার প্রান
এপারে ঘাট ওপারে শ্মশান

পেরিয়ে যাব আগুনের ভিড়
আমি সাড়িয়ে দেবো তোকে
বাকি থেকে যাক অসমাপ্ত প্রেম
আমার কাটা ছেঁড়া বুকে

আবার একটা আগের মতো বসন্ত চাই ।



Credits
Writer(s): Avishek Pramanick
Lyrics powered by www.musixmatch.com

Link