Ghore Pherar Gaan

মনের ভেতরে মন, মনের ভেতরে ঘর
জানি না কী আছে, কী হবে তারপর

মনের ভেতরে মন, মনের ভেতরে ঘর
জানি না কী আছে, কী হবে তারপর

বুকের ভেতরে ঝড়, ঘরের বাইরে দু'পা
বুকের ভেতরে ঝড়, ঘরের বাইরে দু'পা

এ মন শুধু গায় ঘরে ফেরার গান
এ মন শুধু গায় ঘরে ফেরার গান

মনের ভেতরে জল, অতল ছলনাময়
চোখের ভেতরে ভয়, বিপদ হলো নাহয়
মনের ভেতরে জল, অতল ছলনাময়
চোখের ভেতরে ভয়, বিপদ হলো নাহয়

সকাল-সাঁঝে কী সুর বাজে এমন সহসা
সকাল-সাঁঝে কী সুর বাজে এমন সহসা

এ মন শুধু গায় ঘরে ফেরার গান
এ মন শুধু গায় ঘরে ফেরার গান

মনের ভেতরে গান, গানের ভেতরে রাত
জানি না কী করে পুড়ে যায় জীবনের ধারাপাত
মনের ভেতরে গান, গানের ভেতরে রাত
জানি না কী করে পুড়ে যায় জীবনের ধারাপাত

রেখেছি শিকল খুলে, উড়ে গেলে উড়ে যা
রেখেছি শিকল খুলে, উড়ে গেলে উড়ে যা

এ মন শুধু গায় ঘরে ফেরার গান
এ মন শুধু গায় ঘরে ফেরার গান
এ মন শুধু গায় ঘরে ফেরার গান



Credits
Writer(s): Indrajit Dey Indro
Lyrics powered by www.musixmatch.com

Link