Priyo Tumi

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam
প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam
Juliet, Romeo-'র পরে জানবে সবাই আমাদের নাম
প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam
প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam

আমাদের ছোট্ট ঘরে হানা মারে dinosaur-এ
আমাদের little ঘরে হানা মারে dinosaur-এ
টুপ করে লাফিয়ে আমি তোমার কোলে
ওগো প্রিয়, আমি বড্ড ভীতু
প্রিয়, আমি বড্ড ভীতু, dino-টাকে দাও না বলে

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam
প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam
সামনের চৈত্র মাসে মোরা যাবো বনবাসে
সামনের চৈত্র মাসে মোরা যাবো বনবাসে
সঙ্গে নেবো না তো আর কাউকে
যদি হঠাৎ করে রাবণ আসে, suddenly রাবণ আসে
হঠাৎ করে রাবণ আসে, suddenly রাবণ আসে
আনবো ডেকে জটায়ুকে

প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam
প্রিয়, তুমি Eve হলে আমি হবো তোমার Adam



Credits
Writer(s): Nilanjan Ghosal
Lyrics powered by www.musixmatch.com

Link