Tomar chokher neshay

যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়াতে রোদ্দুর
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা, আয়নাতে মনজুর

যদি তাকে নাম না দাও
বিরহের দাম না দাও
সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর
যদি তাকে নাম না দাও
বিরহের দাম না দাও
সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর

এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
সহজে সে কোনো বাজি হারে না

যে তোমার চোখের নেশায় চুর
সে তোমার ছায়াতে রোদ্দুর
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা, আয়নাতে মনজুর

সে যে কোন চলে থাকে, সে কেউ জানে না
তুমি বিন তার বসতি শুনশান
সে যে বিনে খাতার গান
তাই তাকে তো কেউ মনে আনে না
তুমি নেই, তাই তাকে তো কেউ মনে আনে না

এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
সহজে সে কোনো বাজি হারে না

যে তোমার চোখের নেশায় চুর
সে তোমার ছায়াতে রোদ্দুর
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা, আয়নাতে মনজুর

তাকে চাও যদি, মনের হদিস পাবে না
তবু আজ যদি তাকেই কাছে চাও
যদি দু'চোখে টান দাও
সে তোমায় ছেড়ে কোথাও যাবে না
যদি চাও, সে তোমায় ছেড়ে কোথাও যাবে না

এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
সহজে সে কোনো বাজি হারে না

যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়াতে রোদ্দুর
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা, আয়নাতে মনজুর

যদি তাকে নাম না দাও
বিরহের দাম না দাও
সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর

এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
এড়াতে পারে না, তবু মন ছাড়ে না
সহজে সে কোনো বাজি হারে না

যে তোমার চোখের নেশায় চুর
সে তোমার ছায়াতে রোদ্দুর
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আয়নাতে মনজুর, আহা, আয়নাতে মনজুর



Credits
Writer(s): Srijato, Bickram Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link