Jacchhe Jibon

যাচ্ছে জীবন চলে
এই মেঘ, এই রোদ্দুর
এই ভালো, এই ভালো নয়
একাই চলেছি এই সময়টা ফেলে

যাচ্ছে জীবন চলে
এই মেঘ, এই রোদ্দুর
এই ভালো, এই ভালো নয়
একাই চলেছি এই সময়টা ফেলে

এ পথের বাঁকে বাঁকে
ভালোবাসা মায়া
আলো আর ছায়া
জীবন জড়িয়ে থাকে সবার জীবন

এ পথের বাঁকে বাঁকে
ভালোবাসা মায়া
আলো আর ছায়া
জীবন জড়িয়ে থাকে সবার জীবন

যাচ্ছে জীবন চলে
এই মেঘ, এই রোদ্দুর
এই ভালো, এই ভালো নয়
একাই চলেছি এই সময়টা ফেলে

চলতে চলতে একা
সঙ্গী বেদনা
গভীরে বাধা
কতজন আশেপাশে চেনা-অচেনা

চলতে চলতে একা
সঙ্গী বেদনা
গভীরে বাধা
কতজন আশেপাশে চেনা-অচেনা

যাচ্ছে জীবন চলে
এই মেঘ, এই রোদ্দুর
এই ভালো, এই ভালো নয়
একাই চলেছি এই সময়টা ফেলে

এখনও চলতে হবে
ভিড়ে নির্জনে
দ্বিধা থাকলেও
থাকলেও ভয় নেই মনে, ভয় নেই মনে

এখনও চলতে হবে
ভিড়ে নির্জনে
দ্বিধা থাকলেও
থাকলেও ভয় নেই মনে, ভয় নেই মনে

যাচ্ছে জীবন চলে
এই মেঘ, এই রোদ্দুর
এই ভালো, এই ভালো নয়
একাই চলেছি এই সময়টা ফেলে

যাচ্ছে জীবন চলে
এই মেঘ, এই রোদ্দুর
এই ভালো, এই ভালো নয়
একাই চলেছি এই সময়টা ফেলে



Credits
Writer(s): Kabir Suman, Enamul Kabir Sujan
Lyrics powered by www.musixmatch.com

Link