Aami Ashbo Phirey (Nodi Bhora Dheu Version) [Cover]

বাইতে জানো না, কেন ধরো হাল?
মনমাঝি রে, তুই বড়োই মাতাল
বাইতে জানো না, কেন ধরো হাল?
মনমাঝি রে, তুই বড়োই মাতাল

বুঝায়ে বলো তারে, যেতে হবে পাড়ে
বুঝায়ে বলো তারে, যেতে হবে পাড়ে
অবেলার বেলা পানে চাও, চাও, চাও রে

নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ
কেন মায়ার তরী বাও, বাও, বাও রে
নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ
কেন মায়ার তরী বাও, বাও, বাও রে
নদী ভরা ঢেউ

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে এসিড বৃষ্টি অসময়ে
হয়তো সূর্যের রঙ হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়

ভরসা করি, হে ভবকাণ্ডারী
ভরসা করি, হে ভবকাণ্ডারী
হালটি ছাড়িয়া এখন দাও, দাও, দাও রে

নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ
কেন মায়ার তরী বাও, বাও, বাও রে
নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ
কেন মায়ার তরী বাও, বাও, বাও রে



Credits
Writer(s): Anjan Dutt, Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link