Ekta Gopon Kotha - Rnb

একটা গোপন কথা ছিলো বলবার
বন্ধু সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার

মুখে ভালোবাসি না বলে মনেতে
প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন ছিলো সাধারণ তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে

মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়

ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার

কপালে যা আছে লেখা, মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয়, আর নয়
এই ভালো আছি এই বেশ

মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে
দেখো ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে
দেখো ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট

এই দেখে হাসাহাসি, গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার

মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায় (আমায়)



Credits
Writer(s): Hedayat Rasel, Rashed Uddin Topu
Lyrics powered by www.musixmatch.com

Link