School Khuilase Re Mawla

ইস্কুল খুইলাছে রে, মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে, মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

আবালবৃদ্ধ নর-নারী করে সব হুড়াহুড়ি
নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে

গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

সেই ইস্কুলের এমনই ধারা, বিচার নাই জোয়ান-বুড়া
সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতাছে
আরে, সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতাছে

হায় রে, master-মাহিনা ছাড়া এলমে লদুনি পড়া
Master-মাহিনা ছাড়া এলমে লদুনি পড়া
কাগজ-কলম, দোয়াত-কালির কী দরকার আছে?

গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

স্বহস্তে দস্তখত দিয়াছো গোলামি খত
আলস্ত বেরব্বে কুম, স্মরণ নি আছে?
আরে, আলস্ত বেরব্বে কুম, স্মরণ নি আছে?

কালু বালা বলে এলে, এখন কেন পাশরিলে?
কালু বালা বলে এলে, এখন কেন পাশরিলে?
জবানবন্দি দিতে গেলে ঠেকবি প্যাঁচে

গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

রমেশ বলে, "অবোধ মন, সময় গেল অকারণ
শিয়রে শমন এসে খাড়া রয়েছে
আরে, শিয়রে শমন এসে খাড়া রয়েছে"
রমেশ বলে, "অবোধ মন, সময় গেল অকারণ
শিয়রে শমন এসে খাড়া রয়েছে"

ভান্ডারির ইস্কুলে যাও, কদমখাতায় নাম লিখাও
ভান্ডারির ইস্কুলে যাও, কদমখাতায় নাম লিখাও
ভান্ডারির ইস্কুলে যাও, কদমখাতায় নাম লিখাও
রেজিস্টারি কবুল হলে তবে প্রাণ বাঁচে

গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে, মাওলা, ইস্কুল খুইলাছে
ইস্কুল খুইলাছে রে, মাওলা, ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইস্কুল খুইলাছে

এ বাবা!



Credits
Writer(s): Romesh Shil
Lyrics powered by www.musixmatch.com

Link