Ami Mekhla

চেনা সন্ধ্যা, চেনা বৃষ্টি, মন কেমনের খোলা জানলা
ভেজা শ্রাবণের সোঁদা গন্ধে নীল নির্জনে তুমি এলে না
চেনা সন্ধ্যা, চেনা বৃষ্টি, মন কেমনের খোলা জানলা
ভেজা শ্রাবণের সোঁদা গন্ধে নীল নির্জনে তুমি এলে না

আমি মেখলা, বড়ো একলা, তোমার ওই হাত ছুঁতে চাইছি
পাশে থাকবে, ভালবাসবে, খোলা বাতাসে গান গাইছি
আমি মেখলা, বড়ো একলা, তোমার ওই হাত ছুঁতে চাইছি
পাশে থাকবে, ভালবাসবে, খোলা বাতাসে গান গাইছি

চেনা গল্পে, চেনা ছন্দে চায় ভিজতে মন-জানালা
খুলে রাখছি, পাশে ডাকছি, মন আনমন, কাছে এলে না

চেনা সন্ধ্যা, চেনা বৃষ্টি, মন কেমনের খোলা জানলা
ভেজা শ্রাবণের সোঁদা গন্ধে নীল নির্জনে তুমি এলে না

বড়ো একলা, বড়ো নিঃস্ব, দিন ছুটছে, ভাঙা দৃশ্য
কী যে চেষ্টা, জানি শেষটা, হই তোলপাড়, বুকও নিঃস্ব
বড়ো একলা, বড়ো নিঃস্ব, দিন ছুটছে, ভাঙা দৃশ্য
কী যে চেষ্টা, জানি শেষটা, হই তোলপাড়, বুকও নিঃস্ব

চেনা গল্পে, চেনা ছন্দে চায় ভিজতে মন-জানালা
খুলে রাখছি, পাশে ডাকছি, মন আনমন, কাছে এলে না
চেনা গল্পে, চেনা ছন্দে চায় ভিজতে মন-জানালা
খুলে রাখছি, পাশে ডাকছি, মন আনমন, কাছে এলে না

চেনা সন্ধ্যা, চেনা বৃষ্টি, মন কেমনের খোলা জানলা
ভেজা শ্রাবণের সোঁদা গন্ধে নীল নির্জনে তুমি এলে না



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link