Michhrir Dana (Original)

MV Studio, Mumbai

Michhrir Dana Lyrics Bengali

যেথা খুশি যেও বাবু...
আরে দিল ভেঙে চলে যেও না...
এ দিল যে বড়ই বেকাবু...
তাকে ফিরে চেওনা

কুমোর পাড়ার সাঁইয়ো ভাদু
নগর পাড়ার সাঁইয়ো না
পাশ পাড়াতে সতীন আছে
পান দিলে পান খাইয়ো না
পান দিলে পান খাইয়ো না
পাশ পাড়াতে সতীন আছে
পান দিলে পান খাইয়ো না

ও ভাদু, লে লে লে
পয়সা দু'আনা
তু কিনে খাবি মিছরির দানা
তু কিনে খাবি মিছরির দানা
তু কিনে খাবি মিছরির দানা

এই রাত জ্বলে খা, মিছরি গুলে খা
ঠোঁটে লেগে থাক মিঠা
অ্যাডাল্ট রজনী, মদ দে সজনী
ডাকিস আমায় সেনোরিটা

আজ মন খালি সে, থাক পাশবালিশে
বাসরে জেগেছে বর-ও
আঙুর না পেলে, মন দাও আপেলে
কিছুতো এবার করো

কুমোর পাড়ার সাঁইয়ো ভাদু
নগর পাড়ার সাঁইয়ো না
পাশ পাড়াতে সতীন আছে
পান দিলে পান খাইয়ো না
পান দিলে পান খাইয়ো না
পাশ পাড়াতে সতীন আছে
পান দিলে পান খাইয়ো না

ও ভাদু, লে লে লে
পয়সা দু'আনা
তু কিনে খাবি মিছরির দানা
তু কিনে খাবি মিছরির দানা
তু কিনে খাবি মিছরির দানা



Credits
Writer(s): Srijato, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link