Dewana

আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না
আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না

সৃষ্টি হতে আদম সফি ভবে এলেন যতো নবি
সৃষ্টি হতে আদম সফি ভবে এলেন যতো নবি
তারাই ছিলো আসল পাগল
তারাই ছিলো প্রেমের পাগল আশেক দিওয়ানা

আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না
আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না

আল্লাহ-নবি প্রেম করিয়া ভবে আছে লুকাইয়া
আল্লাহ-নবি প্রেম করিয়া ভবে আছে লুকাইয়া
তারাই ছিলো আসল পাগল
তারাই ছিলো প্রেমের পাগল আশেক দিওয়ানা রে

আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না
আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না

কোথা সে আশেক বন্ধু? কোথা সে সখা?
না পাইলাম ঠিকানা তার, না পাইলাম দেখা
কোন সে আশেক দেওয়ানা?
দুনিয়া আজব কারখানা
এ মনের মোহর গুইনা গুইনা পইড়া থাকি একা

কে জানে কোথা তার রাস্তা, রাস্তা জানি না
তবু তার তালাশে হপ্তা-হপ্তা যায়
খুঁজে ঠিক নেবে সে ঝিলমিল চোখের আঙিনায়
ভরসায় দুটি চোখ আসমানী সাজায়

পাবি কি, পাবি কি, जिया সে আশিকি?
পাবি কি তাকে ভালোবাসায়?
যাবি কি, যাবি কি, নাওয়ে তার বাড়ি কি?
ভেবে রূপসি হৃদয় ভাসায়

কে জানে কোথা তার রাস্তা, রাস্তা জানি না
তবু তার তালাশে হপ্তা-হপ্তা যায়
খুঁজে ঠিক নেবে সে ঝিলমিল চোখের আঙিনায়
ভরসায় দুটি চোখ আসমানী সাজায়

মওলা রে, মওলা
মওলা রে, মওলা
গা গা রে রে সা
নি নি সা নি ধা পা
গা গা রে গা রে সা
নি নি সা নি ধা পা
গা গা রে গা রে সা
নি নি সা নি ধা পা
সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে সা মা পা
নি নি সা নি সা, নি নি সা নি সা, নি নি সা নি সা

চাঁদমদন কয়, "আশেক হইয়া রে"
চাঁদমদন কয়, "আশেক হইয়া"
"দিল রওশনে লও খুঁজাইয়া"
চাঁদমদন কয়, "আশেক হইয়া"
"দিল রওশনে লও খুঁজাইয়া"

গণি কয়, "এসে ভবে"
গণি কয়, "এসে ভবে মানুষ-মুর্শিদ বুঝলাম না"

আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না
আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না

আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না
আশেকজন দিওয়ানা মরণের ভয় রাখে না
মরণের আগে মরে ও রসিক তা জানে না



Credits
Writer(s): Pagol Goni Mastan
Lyrics powered by www.musixmatch.com

Link