Nirobota

কতো রাত কেটে গেছে
নিশ্চুপ নিরবতায়
কতো স্মৃতি জমা রয়েছে
ব্যর্থ কাব্যের পাতায়

স্মৃতিগুলো খুঁজে ফেরে
সেই তোমায়
ফিরে পেতে যেতে চায়
ভালোবাসার সেই মহনায়

আজ কেন আমি এতো অসহায়
কেন মন তোমায় খুঁজে বেড়ায়
কি মায়া জড়িয়ে আছে সেই পাতায়
কি দোষে আজও ভুলিনি তোমায়

এই ক্লান্ত মনে পেল
আজ ব্যর্থতা
স্মৃতি রয়ে গেল তবু
এই মন জুড়ে ভালোবাসা

আমি আজ কেদে যাই সঙ্গী করে শূন্যতা
তবু নির্ঘুম জেগে রই ব্যর্থ কাব্যের পাতায় (২)

আজ কেন আমি এতো অসহায়
কেন মন তোমায় খুঁজে বেড়ায়
কি মায়া জড়িয়ে আছে সেই পাতায়
কি দোষে আজও ভুলিনি তোমায়



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link