Theke Jao Na

বেয়াড়া এ রাত কেন যে হঠাৎ
ছুঁড়ে দিল তোমার খেয়াল
কথা দিলে তাই ওড়ানো এ ছাই
ভেঙে এসো পিছুটানের দেয়াল
বেয়াড়া এ রাত কেন যে হঠাৎ
ছুঁড়ে দিল তোমার খেয়াল
কথা দিলে তাই ওড়ানো এ ছাই
ভেঙে এসো পিছুটানের দেয়াল

মেঘ ঢেকে দিলে চাঁদ মন কেমন
তুমি ছেড়ে গেলে ভালোবাসা প্রহসন
মেঘ ঢেকে দিলে চাঁদ মন কেমন
তুমি ছেড়ে গেলে ভালোবাসা প্রহসন
শোনো এই এই থেকে যাও না
শোনো এই এই থেকে যাও না

এক চন্দ্র দুই পক্ষ তিনে ভেঙেচুরে যাবে জানি সব কিছু
চেনা পথে দেখা হলে কালো পিচে ছায়াটুকু নেবে পিছু
এক চন্দ্র দুই পক্ষ তিনে ভেঙেচুরে যাবে জানি সব কিছু
চেনা পথে দেখা হলে কালো পিচে ছায়াটুকু নেবে পিছু

কাছে থাকো কিছুক্ষন পায়ে পায়ে ক্ষয়ে যাচ্ছে সময়
গলির পাঁজরে জমা থাক কিছু কথা কিছু চাপা অনুনয়
কাছে থাকো কিছুক্ষন পায়ে পায়ে ক্ষয়ে যাচ্ছে সময়
গলির পাঁজরে জমা থাক কিছু কথা কিছু চাপা অনুনয়

তুমি আলগোছে তুলে রাখো ছাতিমের ফুল
এত ভালোবাসা জমানো কবিদের ভুল
তুমি আলগোছে তুলে রাখো ছাতিমের ফুল
এত ভালোবাসা জমানো কবিদের ভুল
শোনো এই এই থেকে যাও না
শোনো এই এই থেকে যাও না
শোনো এই এই থেকে যাও না
শোনো এই এই থেকে যাও না



Credits
Writer(s): Tanmoy Rajak
Lyrics powered by www.musixmatch.com

Link