Beiman 2

আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?

তোরে ভুলে এখন আমি দিব্যি ভালো আছি
নিশি হইলে জোনাক জ্বলে আমার কাছাকাছি
তোরে ভুলে এখন আমি দিব্যি ভালো আছি
নিশি হইলে জোনাক জ্বলে আমার কাছাকাছি

হাসতে জানি, বাঁচতে জানি তোরে ছাড়াই

আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?

তোর সাথে বাঁধতে চাইলাম আত্মার বন্ধন
সেই তুই আমায় ভোলার জন্য করলি আয়োজন
তখন আমি মুখ বুজে সব মেনে নিয়েছি
কত বোকা ছিলাম এখন বুঝতে পেরেছি

তোর সাথে বাঁধতে চাইলাম আত্মার বন্ধন
সেই তুই আমায় ভোলার জন্য করলি আয়োজন
তখন আমি মুখ বুজে সব মেনে নিয়েছি
কত বোকা ছিলাম এখন বুঝতে পেরেছি

হাসতে জানি, বাঁচতে জানি তোরে ছাড়াই

আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?

তোর খুশির কারণ নাকি এখন অন্যজন
সে নাকি ভালোই রাখে তোরে ভীষণ
বদলে যাইনি, আজও আছি আগেরই মতন
একলা একা ছাপোষা এ জীবনযাপন

তোর খুশির কারণ নাকি এখন অন্যজন
সে নাকি ভালোই রাখে তোরে ভীষণ
বদলাইনি, আজও আছি আগেরই মতন
একলা একা ছাপোষা এ জীবনযাপন

হাসতে জানি, বাঁচতে জানি তোরে ছাড়াই

আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই
বেঈমানরে কি মন থেকে ভালোবাসা যায়?



Credits
Writer(s): Arman Alif
Lyrics powered by www.musixmatch.com

Link