Ei Lobhinu Songo

এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর
পুণ্য হল অঙ্গ মম
ধন্য হল অন্তর
সুন্দর হে সুন্দর

এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর

আলোকে মোর চক্ষুদুটি
মুগ্ধ হয়ে উঠল ফুটি
আলোকে মোর চক্ষুদুটি
মুগ্ধ হয়ে উঠল ফুটি
হৃদগগনে পবন হল
সৌরভেতে মন্থর
সুন্দর হে সুন্দর

এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর

এই তোমারি পরশরাগে
চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলনসুধা
রইল প্রাণে সঞ্চিত

এই তোমারি পরশরাগে
চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলনসুধা
রইল প্রাণে সঞ্চিত

তোমার মাঝে এমনি করে
নবীন করি লও যে মোরে
তোমার মাঝে এমনি করে
নবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর
জন্ম-জনমান্তর
সুন্দর হে সুন্দর

এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর
পুণ্য হল অঙ্গ মম
ধন্য হল অন্তর
সুন্দর হে সুন্দর

এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link