ENCORE Srotoshini (স্রোতস্বীনি) - Cover By Tuhin

শ্রাবণ ধারায়
এতো চেনা কী খুঁজে পাও
যা আমার মাঝে নেই
এক বিন্দু পরিমাণও
আমার সরলরেখার চিন্তা ধারায়
আড়াআড়ি করে দাগ কাটো কেন
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো
তৃষ্ণার্ত হৃদয়ে শুধু
আমি মরীচিকার মতো
তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান
পাহাড় চূড়ায়
বেয়ে আকাশ তো ছুঁতে দেখিনি
স্রোতস্বীনির হাওয়ায়
পাড়ি দাও সমুদ্দুর
আছড়ে পড়ে সে ঢেউ
আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো
তৃষ্ণার্ত হৃদয়ে শুধু
আমি মরীচিকার মতো
তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link