Chole gecho tate ki (New cover)

এতক্ষন যা শুনছিলেন
সবছিলো আবেগের কথা
এখন বলছি বাস্তবতা
বেশি টাকার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়
টাকা পয়সা ফুরালে
মেয়ারা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়
মানুষ কেন ধোকা খায়,বলনা
লোকে আমারে শুধায়
মানুষ কেন ধোকা খায়,বলনা
বিয়া হইছে তাতে কি
হলুদে তো এসেছি
বসেছিলে মন্ডবের কোণায়
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link