Toka Dile Bhenge Jabe - Lofi

টোকা দিলে ভেঙে যাবে সব নীরবতা
সব অসুখ সেরে যাবে মুখোমুখি হলে
আমাকে ভাবায় তবু একটাই কথা
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে

এ শহরে নাম নেই ঠিকানার কোনো
যে যার জানলা নিয়ে ভাগ হয়ে গেছে
ছায়ারাও কথা বলে তুমি যদি শোনো
যেখানে শিকড় ছিলো দাগ হয়ে গেছে

আকাশ দেখছে ঝুঁকে মাটিপ্রবণতা
বৃষ্টিও ঝেঁপে নামে মেঘে ঝুঁকি হলে
আমাকে ভাবায় তবু একটাই কথা
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে

ছোট ঘরে ছোট ছোট মানুষ সাজানো
ব্যথা ঠিক ফিরে আসে অবসাদ চিনে
আগামীর ডাক আছে, আছে পিছুটানও
মাঝে কি হবে না দেখা মানবজমিনে

কেউ বলে অভিমান, কেউ অলসতা
রাস্তা হারিয়ে যায় বহুমুখী হলে
আমাকে ভাবায় তবু একটাই কথা
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে
দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে



Credits
Writer(s): Sourav Sarkar, Srijato Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link