Villain

আমি এক villain
সে ভালোবাসেনি আমায়
আমি হেরে গেছি জীবন-জুয়ায়
কারণ আমি villain

আমি এক villain
আজ স্বপ্ন দেখি না বহুদিন
কেউ আপন হয় না আমার
কারণ আমি villain

আমি এক villain
সে ভালোবাসেনি আমায়
আমি হেরে গেছি জীবন-জুয়ায়
কারণ আমি villain

আমি এক villain
আজ স্বপ্ন দেখি না বহুদিন
কেউ আপন হয় না আমার
কারণ আমি villain

আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি villain
আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি villain

দেখছো সবাই জীবন-নাটক
মঞ্চে আমি একাই আমার
অভিনয়ের সাক্ষী ছায়ামুখ
তোমরা যখন উৎসবে বিভোর
দেখ না কেউ তার আড়ালে
স্বপ্নভাঙা নষ্ট দুটি চোখ

গল্প শেষে আমি নিথর
সবার চোখে ঝরুক খুশির কান্না

আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি villain
আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি villain

আমি এক villain
আমাকে জানতে চাওয়াই বারণ
আমার নেই কোনো মান-অভিমান
কারণ আমি villain

আমি এক villain
আমাকে স্পর্শ করা বারণ
আমি একাই আমার অনুপ্রেরণা
কারণ আমি villain

মোহ-মায়ায় কী আসে যায়
দেখেছি অনেক আপন নেয়নি খোঁজ
তোমরা যাকে কষ্ট বলো
আমি বলি সব হারানো নিঃস্ব কারো গায়ের শেষ টুকরো চাদর

পৃথিবীটা অনেক রঙিন
যদি থাকে রঙিন একটা স্বপ্নমাখা অক্ষত দুটি চোখ
স্বপ্ন কবে হারিয়ে গেছে
রক্তে আমার মিশে গেছে
কালো কালো আঘাতের কণা

দুঃখ দিয়েই আকাশ আমার
করেছি আমি শত রঙে রঙিন

আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি villain
আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি villain

আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমার স্বপ্নের নেই কোনো ছায়া, কারণ আমি villain
আমি পান করি, ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি villain



Credits
Writer(s): Highway
Lyrics powered by www.musixmatch.com

Link