Chepe Ja

দিন-দুপুরে, ও ভাই, রাতবিরেতে
পঞ্চা ঘোরে, দাদা, ট্রাম-বাসেতে
দিন-দুপুরে, ও ভাই, রাতবিরেতে
পঞ্চা ঘোরে, দাদা, ট্রাম-বাসেতে
মাইনে নিয়ে বাড়ি ফেরার পথে
হাত গলিয়ে পঞ্চা pocket কাটে

দেখতে যদি পাও, কিছু করতে যদি চাও
দেখতে যদি পাও, কিছু করতে যদি চাও

বলে, "চেপে যা, মামা, চেপে যা"
বলে, "চেপে যা, ও মামা, চেপে যা"

হঠাৎ যদি মোচড় দেয় পেটেতে
ছুটবে কোথায় তুমি রাতবিরেতে
হঠাৎ যদি মোচড় দেয় পেটেতে
ছুটবে কোথায় তুমি রাতবিরেতে
হাসপাতালে যদি চাও ভর্তি হতে
দেখবে সবাই ঘুমোয় চাদর পেতে

দেখতে যদি পাও, কিছু করতে যদি চাও
দেখতে যদি পাও, কিছু করতে যদি চাও

বলে, "চেপে যা, মামা, চেপে যা"
বলে, "চেপে যা, ও মামা, চেপে যা"

জন্ম দিয়েই বাবা-মা tension-এতে
তিন বছরেই ছেলে যাবে ইস্কুলেতে
জন্ম দিয়েই বাবা-মা tension-এতে
তিন বছরেই ছেলে যাবে ইস্কুলেতে
তৈরি থেকো যদি দেবে ডাক্তারিতে
সবকিছু হয় এক থেকে পাঁচ লাখেতে

কষ্ট যদি পাও, যদি স্বপ্ন দেখতে চাও
কষ্ট যদি পাও, যদি স্বপ্ন দেখতে চাও

বলে, "চেপে যা, মামা, চেপে যা"
বলে, "চেপে যা, ও মামা, চেপে যা"

চলছে দাদা সবকিছু এইভাবেতে
পঞ্চা ফেল করে তাই চলে যায় ভিনদেশেতে
চলছে দাদা সবকিছু এইভাবেতে
পঞ্চা ফেল করে তাই চলে যায় ভিনদেশেতে
পাশ করে, ভাই, যদি যাও চাকরি নিতে
কর্তা বলেন, "cash চাই" হাতটি পেতে

Cash যদি না দাও, যদি চাকরি পেতে চাও
Cash যদি না দাও, যদি চাকরি পেতে চাও

বলে, "চেপে যা, মামা, চেপে যা"
বলে, "চেপে যা, ও মামা, চেপে যা"

প্রথম দেখা কলেজের canteen-এতে
প্রেম নিবেদন করেছিলে নীল খামেতে
প্রথম দেখা কলেজের canteen-এতে
প্রেম নিবেদন করেছিলে নীল খামেতে
কামাই ছাড়া যদি চাও জামাই হতে
বলবে daddy, "বিয়ে দেবো জার্মানিতে"

Daddy'র কাছে যাও যদি বিয়ে করতে চাও
শ্বশুরবাড়ি যাও যদি বিয়ে করতে চাও

বলে, "চেপে যা", (একি) "মামা, চেপে যা"
বলে, "চেপে যা", (একি) ও বলে, "চেপে যা"
বলে, "চেপে যা, মামা, চেপে যা"
(একি) বলে, "চেপে যা, ও মামা, চেপে যা"



Credits
Writer(s): Indranil Sen
Lyrics powered by www.musixmatch.com

Link