Raag Anuraag

মধুর আবেশ জড়ানো দুটি মন
মধুর আবেশ জড়ানো দুটি মন
যেন জোছনা আর আঁধারের সোহাগ
যেন জোছনা আর আঁধারের সোহাগ
স্বপ্নের ছোঁয়া ওই চোখের পাতায়
রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ
রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ

অভিমানে ঝড় ওঠে বুকের মাঝে
বাঁশি আজ ভুল সুরে কেন বাজে?
অভিমানে ঝড় ওঠে বুকের মাঝে
বাঁশি আজ ভুল সুরে কেন বাজে?
তার ছোঁয়াতে কালো মেঘ যায় উড়ে
হারিয়ে যায় সময় প্রেমের হাতে
হারিয়ে যায় সময় প্রেমের হাতে

মধুর আবেশ জড়ানো দুটি মন
মধুর আবেশ জড়ানো দুটি মন
যেন জোছনা আর আঁধারের সোহাগ
যেন জোছনা আর আঁধারের সোহাগ
স্বপ্নের ছোঁয়া ওই চোখের পাতায়
রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ
রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ

সোনা রোদ ছুঁয়ে যায় সবুজ ঘাসে
আবেগে সূর্যমুখী ওই হাসে
সোনা রোদ ছুঁয়ে যায় সবুজ ঘাসে
আবেগে সূর্যমুখী ওই হাসে
লুকোচুরি খেলে যায় রোদ্রছায়া
বুঝি অনুরাগ আর অভিমানে
বুঝি অনুরাগ আর অভিমানে

মধুর আবেশ জড়ানো দুটি মন
মধুর আবেশ জড়ানো দুটি মন
যেন জোছনা আর আঁধারের সোহাগ
যেন জোছনা আর আঁধারের সোহাগ
স্বপ্নের ছোঁয়া ওই চোখের পাতায়
রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ
রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ

রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ
রাগ-অনুরাগ, রাগ-অনুরাগ



Credits
Writer(s): Chandan Roy Choudhary, Chandan Roychoudhary
Lyrics powered by www.musixmatch.com

Link