Sanjhe Phote Jhinga Phool

সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন গো
সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন গো
সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন

আজ বন ছাড়ে গেলে
পরের দিন গো
সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন

ঝিঙা ফুল লিলো জাতি-কুল গো
ঝিঙা ফুল লিলো জাতি-কুল গো
ঝিঙা ফুল লিলো জাতি-কুল গো

মনে করি আসাম যাবো
জোড়া পাকা টানাইবো
মনে করি আসাম যাবো
জোড়া পাকা টানাইবো

আসামে যে সাহেব দিলো
তোর কোদালের কাম
তুয়ার লিলো জাতি-কুল রে
বাঁশির গানে

ঝিঙা ফুল লিলো জাতি-কুল গো
ঝিঙা ফুল লিলো জাতি-কুল

ঝিঙা ফুল লিলো জাতি-কুল গো
ঝিঙা ফুল লিলো জাতি-কুল

মনে করি আসাম যাবো
জোড়া পাকা টানাইবো
মনে করি আসাম যাবো
জোড়া পাকা টানাইবো

আসামে যে সাহেব দিলো
তোর কোদালের কাম
তুয়ার লিলো জাতি-কুল রে
বাঁশির গানে

ঝিঙা ফুল লিলো জাতি-কুল গো
ঝিঙা ফুল লিলো জাতি-কুল

ঝিঙা ফুল, কাঁকড় ফুল
দে না গাঁথি মোকে
ঝিঙা ফুল, কাঁকড় ফুল
দে না গাঁথি মোকে

আরে সকাল হলে
দেখা করবো তোকে
সাঁঝে ফুটে ঝিঙা ফুল
সকালে মলিন গো

সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন
আজ বন ছাড়ে গেলে
পরের দিন গো

সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন গো
সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন গো
সাঁঝে ফোটে ঝিঙা ফুল
সকালে মলিন



Credits
Writer(s): Traditional, Ansuman Roy
Lyrics powered by www.musixmatch.com

Link