Tare Bholano Gelo Na

তারে, ভোলানো গেলো না কিছুতে
তারে, ভোলানো গেলো না কিছুতে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
বিষের পরশ দিয়ে
ভোলানো গেলোনা কিছুতে
তারে, ভোলানো গেলো না কিছুতে
তারে...

ভালোবেসে কোনোদিনও সুখ চেয়ো না
সব কিছু ভুলে যেতে ভুলে যেও না
ভালোবেসে কোনোদিনও সুখ চেয়ো না
সব কিছু ভুলে যেতে ভুলে যেও না
ফিরিবার কথা নেই তবু আজ কেন
মরে যাওয়া গেলনা যে কিছুতে
তারে, ভোলানো গেলো না কিছুতে
তারে...

যার নাম নিতে চোখে জল এসে যায়
তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়
যার নাম নিতে চোখে জল এসে যায়
তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়
চোখ মুছে ফেলতেও মন থেকে
তারে মুছে ফেলা গেলো না কিছুতে
তারে, ভোলানো গেলো না কিছুতে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
বিষের পরশ দিয়ে
ভোলানো গেলোনা কিছুতে
তারে, ভোলানো গেলো না কিছুতে
তারে...



Credits
Writer(s): Mukul Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link