Scrapbook

Cough
Ready?
3... 2... 1... Go!
ভালো লাগে প্রতিদিন খালি সঙ্গ দিতে
দাঁড়িয়ে থাকো যেখানে আছো
আসছি নিতে
বানাবো গল্প একসাথে যা ভালোই দামি
তোমার স্ক্র্যাপবুক-এর প্রতি পাতায় থাকতে চাই আমি
তোমার স্ক্র্যাপবুক বলো কত আগলে রাখো
বেশি হলে সব পাতা আমি চাই (আগলে রাখো তাই)
তুমি রঙ খুঁজো, আমি দেখো নিজেও আঁকি
এমন রঙিন কপাল আর কেউ পায় নাই
একসাথে পাহাড়, মেঘ, শহর সব দেখা শেষ
আর দেখা বাকি কি ভেবে খালি ভয় পাই
তাই পকেট-এ ভরা আমার ওজুহাত বেশ
কারণ তোমায় দেখা আমার শেষ হবে নাই
ভালো লাগে প্রতিদিন সঙ্গ দিতে
দাঁড়িয়ে থাকো যেখানে আছো
আসছি নিতে
বানাবো গল্প একসাথে যা ভালোই দামি
তোমার স্ক্র্যাপবুক-এর প্রতি পাতায় থাকতে চাই আমি
স্ক্র্যাপবুক
আমায় বলো তুমি ওকে কত হাসাও
আমাকে দেখিয়ে তুমি ওকে কত ভালোবাসাও
থাকতে পারি না আমি সারাদিন পাশে
তাই মেয়েটাকে আমার বোনা গল্পতে ভাসাও প্লিজ
কারণ ওকে হাসতে দেখলে আমার ভালোই লাগে
মাঝে বেকায়দায় খুব জোরে হাসায় ফেলি আমি সরি
তখন সবাই তাকায় সোজা আমাদের দিকে
সুযোগে চামে দিয়ে আমি ফ্লেক্সও করি
হলুদ-লাল
আমার প্রিয় চিরোকাল
তোমায় দেখলে থাকে না ঠিক এখনো এ হাল
হজম হয়না স্টিল ক্যামনে তুমি আমারি
আমার ফ্রেন্ডসরাও বলে এটা কি বললি কাল?
আমি এর পরেও তোমার হয়ে থাকতে চাই
স্ক্র্যাপবুক-এর প্রতি পাতা ভরতে চাই
যত শঙ্কা দিয়ে তুমি ভয় দেখাও আমায়
আমি তোমার মনের ভয় মুছতে চাই
ভালো লাগে প্রতিদিন সঙ্গ দিতে
দাঁড়িয়ে থাকো যেখানে আছো
আসছি নিতে
বানাবো গল্প একসাথে যা ভালোই দামি
তোমার স্ক্র্যাপবুক-এর প্রতি পাতায় থাকতে চাই আমি
সব সুখ
স্ক্র্যাপবুক-এ
পাতা পাল্টালে তুমি ভাববে আমায়
আর রঙ ভরে যাবে দেখো তোমার বুকে
আমি জানি তুমি এখন বড়ো একাকি
তোমায় দূরে রেখে আমি কেমনে থাকি
আমি চাই তাই ছাপটা আমিও রাখি
আর শেষ করি দামি খাতার
স্ক্র্যাপবুক
ভালো লাগে প্রতিদিন সঙ্গ দিতে
দাঁড়িয়ে থাকো যেখানে আছো
আসছি নিতে
বানাবো গল্প একসাথে যা ভালোই দামি
তোমার স্ক্র্যাপবুক-এর প্রতি পাতায় থাকতে চাই আমি
"ভালো লাগে প্রতিদিন সঙ্গ দিতে
দাঁড়িয়ে থাকো যেখানে আছো
আসছি নিতে"
"আরো উপরে হবে... ভালো লাগে"
"আরো উপরে?"



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link