Open Secret Bibek kothay

Open Secret

কাক ডাকা ভোরে দেখি
পথে পথে নেমেছে মিছিল
শত মানুষে সলীল –
তারা হয়ে যাবে লাশ
কাটা ঘরে যদি একা লাগে
ছড়িয়ে দুহাত
ছাদের পানে ডাক দিতে দিতে
কুপোকাত
তবে কি হবে কি করে এখন?
জান বাঁচানো ফরয যখন
শোকসভাতে দু চার কথা পকেটে ভরে রাখ
তোদের মুখের সুবাস লাশের থেকেও
হাজার গুন খারাপ

বিবেক কোথায় বিবেক কোথায়
বিবেক কোথায় খোঁজ লেগেছে
বিবেক কোথায় জানে শুধু
আস্তাকুড়ের কাক
এমন open যত secret আছে
দেয়াল শুনে যাক।

Music

বলেছিলে আসবে আলো-
অমরত্বের মশাল জ্বালো
জন্ম হোক যথা তথা
কর্ম হোক ভালো
আমার এত আলো দরকার নেই
এই অন্ধকারই থাক।
অন্ধকারের মৃত্যু নেই
অন্ধকারের শত্রু নেই
অন্ধকারের বন্ধু যারা
তারাই করে রাজ এখানে
খেয়ে দেয়ে আমাদের কি
নেই আর কোন কাজ?

আশেপাশে চোর ডাকাতের
চরিত্রের পবিত্রতাকে
মুগ্ধ চোখে দেখছে সবাই
ভুলে সকল কষ্ট
বিশ্বজোড়া পাঠশালা মোর
সবার আমি ছাত্র
তাই হতে চাই দুর্নীতিবাজ
তাই হতে চাই নষ্ট

তবে কি হবে কি করে এখন?
জান বাঁচানো ফরয যখন
শোকসভাতে দু চার কথা পকেটে ভরে রাখ
তোদের মুখের সুবাস লাশের থেকেও
হাজার গুন খারাপ

বিবেক কোথায় বিবেক কোথায়
বিবেক কোথায় খোঁজ লেগেছে
বিবেক কোথায় জানে শুধু
আস্তাকুড়ের কাক
এমন open যত secret আছে
দেয়াল শুনে যাক।

কি হবে কি করে এখন?
জান বাঁচানো ফরয যখন
শোকসভাতে দু চার কথা পকেটে ভরে রাখ
তোদের মুখের সুবাস লাশের থেকেও
হাজার গুন খারাপ

বিবেক কোথায় বিবেক কোথায়
বিবেক কোথায় খোঁজ লেগেছে
বিবেক কোথায় জানে শুধু
আস্তাকুড়ের কাক
এমন open যত secret আছে
দেয়াল শুনে যাক।



Credits
Writer(s): Asif Iqbal
Lyrics powered by www.musixmatch.com

Link