Jiboner Rong

আজকের পৃথিবীটা
এতো কাছাকাছি তবু
ভালোবাসা কেন দূরে সরে যায়
আজকের পৃথিবীটা
এতো কাছাকাছি তবু
ভালোবাসা কেন দূরে সরে যায়
বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক
বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক
জীবনের রঙ কেন মরে যায়

আজকের পৃথিবীটা
এতো কাছাকাছি তবু
ভালোবাসা কেন দূরে সরে যায়

এতো আলো কাটেনিতো মনের কালোকে
তোলেনিতো ভালো করে হৃদয় আলোকে
এতো আলো কাটেনিতো মনের কালোকে
তোলেনিতো ভালো করে হৃদয় আলোকে
বাড়েনিতো ভালোবাসা
মানুষের কাছে আসা
বাড়েনিতো ভালোবাসা
মানুষের কাছে আসা
সবুজেরা মন থেকে সরে যায়

আজকের পৃথিবীটা
এতো কাছাকাছি তবু
ভালোবাসা কেন দূরে সরে যায়

মুখের হাসি কেন হৃদয়ের নয়
মনের কথা কেন বুকে জমে রয়

এতো ছবি ধরেনিতো মনের কবিকে
গড়েনিতো ভালো করে হৃদয় ছবিকে
এতো ছবি ধরেনিতো মনের কবিকে
গড়েনিতো ভালো করে হৃদয় ছবিকে
শুনিনাতো সেই কথা
হৃদয়ের সুরে বাঁধা
শুনিনাতো সেই কথা
হৃদয়ের সুরে বাঁধা
সবুজেরা মন থেকে সরে যায়

আজকের পৃথিবীটা
এতো কাছাকাছি তবু
ভালোবাসা কেন দূরে সরে যায়
বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক
বর্ণিল রঙে ঠিক ঢেকে দিলে চারিদিক
জীবনের রঙ কেন মরে যায়
আজকের পৃথিবীটা
এতো কাছাকাছি তবু
ভালোবাসা কেন দূরে সরে যায়
ভালোবাসা কেন দূরে সরে যায়



Credits
Writer(s): Sifat Nafi
Lyrics powered by www.musixmatch.com

Link