Bangalir Eatihashe Achhe Shomman

বাঙালির ইতিহাসে আছে সম্মান
বাংলা ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ
জানাই তাদের লাখো সালাম
জব্বার, বরকত, রফিক, সালাম
জব্বার, বরকত, রফিক, সালাম

'৫২-'র ভাষা আন্দোলন, ২১শে ফেব্রুয়ারী
'৫২-'র ভাষা আন্দোলন, ২১শে ফেব্রুয়ারী
সেদিনের কথা আমরা কি ভুলতে পারি?
শহীদ মিনার স্মৃতির মিনার, ফুলের ডালে সাজালাম

জব্বার, বরকত, রফিক, সালাম
জব্বার, বরকত, রফিক, সালাম

মায়ের ভাষা বাংলা ভাষা পৃথিবীতে পেলো অধিকার
মায়ের ভাষা বাংলা ভাষা পৃথিবীতে পেলো অধিকার
এ ভাষার জন্য গর্ব করি, এ আমার অহংকার
ভাষার জন্য ভাষা শহীদ রেখে গেছে অবদান

জব্বার, বরকত, রফিক, সালাম
জব্বার, বরকত, রফিক, সালাম
জব্বার, বরকত, রফিক, সালাম



Credits
Writer(s): Shah Newaj
Lyrics powered by www.musixmatch.com

Link