Ekushay February Amar Oahongkar

একুশে ফেব্রুয়ারি আমার অহংকার
কী যে গৌরবগাথা বাংলা ভাষার
বিশ্বসম্মানে ভূষিত মাতৃভাষা
বিশ্বসম্মানে ভূষিত বাংলা ভাষা
একুশে ফেব্রুয়ারি

ভাষার অধিকারে রক্ত দিয়েছিলে
সংগ্রামী পথে মৃত্যু মেনেছিলে
স্বাধীনতা একুশে গৌরবে মেশা
স্বাধীনতা একুশে গৌরবে মেশা

একুশে ফেব্রুয়ারি

প্রজন্ম হবে সম্মুখে বহমান
ভাষাশহিদ রবে হৃদয়ে অম্লান
বাংলাদেশ আমাদের ভালোবাসা
বাংলাদেশ আমাদের ভালোবাসা

একুশে ফেব্রুয়ারি আমার অহংকার
কী যে গৌরবগাথা বাংলা ভাষার
বিশ্বসম্মানে ভূষিত মাতৃভাষা
বিশ্বসম্মানে ভূষিত বাংলা ভাষা
একুশে ফেব্রুয়ারি



Credits
Writer(s): Mujahidul Haque Lenin
Lyrics powered by www.musixmatch.com

Link