Manush Dekhte Chai

মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই
মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই

দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা, মানুষ কোথায় পাই?
যা দেখি সব হিংস্র প্রাণী
মনুষ্যত্ব নাই, এদের মনুষ্যত্ব নাই

মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই
মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই

দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা মানুষ কোথায় পাই?
যা দেখি সব হিংস্র প্রাণী
মনুষ্যত্ব নাই, এদের মনুষ্যত্ব নাই

যে মানুষই মানুষ ধরে ইচ্ছেমতো মারে
কেমন করে বল, দাদা, মানুষ বলি তারে?
যে মানুষই মানুষ ধরে ইচ্ছেমতো মারে
কেমন করে বল, দাদা, মানুষ বলি তারে?

হাত-পা সবই আছে এদের
মন আর বিবেক নাই
দাদা, মন আর বিবেক নাই
দাদা, মানুষ দেখতে চাই
মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই

যে বোঝে না ঘরের ব্যথা, বাইরে সাজে নেতা
ওরা ধর্মটাকে পুঁজি করে, মহান অভিনেতা
যে বোঝে না ঘরের ব্যথা, বাইরে সাজে নেতা
ওরা ধর্মটাকে পুঁজি করে, মহান অভিনেতা

এত কিছুর পরেও বলে
স্বর্গ যেন পাই, দাদা, স্বর্গ যেন পাই
দাদা, মানুষ দেখতে চাই
মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই

দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা, মানুষ কোথায় পাই?
যা দেখি সব হিংস্র প্রাণী
মনুষ্যত্ব নাই, এদের মনুষ্যত্ব নাই

মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই
মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই

দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা, আমি মানুষ দেখব
মানুষ কোথায় পাই?
দাদা, মানুষ কোথায় পাই?
যা দেখি সব হিংস্র প্রাণী
মনুষ্যত্ব নাই, এদের মনুষ্যত্ব নাই

মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই
মানুষ দেখতে চাই
দাদা, মানুষ দেখতে চাই



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link