Pichu Takale

পিছু তাকালে ফিরে আসে ভুল
স্মৃতির ক্যানভাসে বিষাদ ছায়া
আছে প্রশ্বাস, অনুশোচনা তবু
ভুলের প্রতি জন্মে গেছে মায়া

পিছু তাকালে ফিরে আসে ভুল
স্মৃতির ক্যানভাসে বিষাদ ছায়া
আছে প্রশ্বাস, অনুশোচনা তবু
ভুলের প্রতি জন্মে গেছে মায়া

ভুলের কাটা বিঁধেছে যত
ঢেকেছি দহন অবিরত
বুকের ভেতর চাপা যে ঢেউ
কান পেতে তা শোনেনি কেউ

ও, ভুলের কাটা বিঁধেছে যত
ঢেকেছি দহন অবিরত
বুকের ভেতর চাপা যে ঢেউ
কান পেতে তা শোনেনি কেউ

পথ হারানো পথিক পথের দিশা খোঁজে
পেয়ে হারানোর যন্ত্রণা কী যে
ক'জন বলো এ জ্বালা বোঝে?
ভুলগুলোর প্রতি জন্মে গেছে মায়া

অনেক অনেক দিন পেরোলে
বেলা শেষের গান ফুরালে
বুকের আগল খুলে দেখি
ভুলের ছায়া আছে ঠিকই

ও, অনেক অনেক দিন পেরোলে
বেলা শেষের গান ফুরালে
বুকের আগল খুলে দেখি
ভুলের ছায়া আছে ঠিকই

মনমাঝিও ভুলে উজান বেয়ে যায়
দেখি দু'কূলে ভাঙা-গড়ার খেলায়
স্বপ্নগুলো বিরহের গান গেয়ে যায়
ভুলগুলোর প্রতি জন্মে গেছে মায়া

পিছু তাকালে ফিরে আসে ভুল
স্মৃতির ক্যানভাসে বিষাদ ছায়া
আছে প্রশ্বাস, অনুশোচনা তবু
ভুলগুলোর প্রতি জন্মে গেছে মায়া

পিছু তাকালে ফিরে আসে ভুল
স্মৃতির ক্যানভাসে বিষাদ ছায়া
আছে প্রশ্বাস, অনুশোচনা তবু
ভুলগুলোর প্রতি জন্মে গেছে মায়া

ভুলগুলোর প্রতি জন্মে গেছে মায়া
ভুলগুলোর প্রতি জন্মে গেছে মায়া



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link