Ei Shohor

এই শহর, নাগরিক কোলাহল
গড়াচ্ছে কোথায়, কোথাকার জল
রাখে না খবর কেউ
সিঁড়ি বেয়ে কে-গেল কতদূর
কার মুঠো ভরা-মেঘ-রোদ্দুর
কাউকে ভাসায় হতাশার ঢেউ

এই শহর, নাগরিক কোলাহল
গড়াচ্ছে কোথায়, কোথাকার জল
রাখে না খবর কেউ
সিঁড়ি বেয়ে কে-গেল কতদূর
কার মুঠো ভরা-মেঘ-রোদ্দুর
কাউকে ভাসায় হতাশার ঢেউ
এই শহর, নাগরিক কোলাহল

এই যে জীবন, উড়ে যাওয়া ঘুড়ি
কেউ কেউকেটা, কেউ বা থুড়ি
এই যে জীবন, উড়ে যাওয়া ঘুড়ি
কেউ কেউকেটা, কেউ বা থুড়ি
কেউ নিয়মে, কেউ ভবঘুরে
কেউ এলোমেলো, কেউ গানে-সুরে

নগরের কোণে কত দীর্ঘশ্বাস
কিছু স্বপ্ন চোখের জলে ভেজা ঘাস

এই শহর, নাগরিক কোলাহল

ধীর লয়ে চলা, কথা না বলা
গতিময় কেউ, দ্রুত ছুটে চলা
ও ধীর লয়ে চলা, কথা না বলা
গতিময় কেউ, দ্রুত ছুটে চলা
কেউ মহানায়ক, কারো নতমুখ
পথে পথে সবার কত ভুল-চুখ

এ শহর দেখে ভাঙা ও গড়া
জীবন মধুর, প্রহসনে ভরা

এই শহর, নাগরিক কোলাহল
গড়াচ্ছে কোথায়, কোথাকার জল
রাখে না খবর কেউ
সিঁড়ি বেয়ে কে-গেল কতদূর
কার মুঠো ভরা-মেঘ-রোদ্দুর
কাউকে ভাসায় হতাশার ঢেউ

এই শহর, নাগরিক কোলাহল
এই শহর, নাগরিক কোলাহল
এই শহর, নাগরিক কোলাহল



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link