Dekhe Jaa - Live

একটা নতুন গান শুনবে?
দেখুন, আ-আ-আসলে
মানে আবার একটা ওই প্রেমের গান গাইব আরকি
আ- একটা খুব, মানে, এটা প্রেমের গান আরকি
একটা গান আমার খুব ভালো লাগত, পাঞ্জাবি গান, বিখ্যাত গান
তো সেই গানটা আমার খুব গাইতে ইচ্ছে করত
কিন্তু গাইতে পারতাম না, যেহেতু পাঞ্জাবি ভাষাটা জানি না

তো, অনেক ভেবেচিন্তে এরা একটা বুদ্ধি দিলো যে
"নচি দা, এটা বাংলায় করে ফেলো আরকি"
খানিকটা নিয়ে আরকি বাংলায় করা হয়েছে ব্যাপারটা
এটা প্রেমের গান
তো আমার ঠিক প্রেম-ট্রেম আসে না, সেটা আপনারা জানেন
তো, দেখুন হয়েছে কি না

কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা (দেখে যা, আরে দেখে যা)
তাই তো?
Actually, এটা একটা বিখ্যাত গান
ਕਾਲੀ ਤੇਰੀ ਚੋਟੀ ਤੇ ਪਰਾਂਦਾ ਤੇਰਾ ਲਾਲ ਨੀ (আহো হে, আহো হে)
হ্যাঁ এই 'আহো হে', এই 'আহো হে'র জায়গায় হবে 'দেখে যা'

কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা (দেখে যা, দেখে যা)
ওর চোখের কাজলে মনে আলপনা এঁকে যা (এঁকে যা, এঁকে যা)
ওই কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা (দেখে যা, আরে দেখে যা)
ওর চোখের কাজলে মনে আলপনা এঁকে যা (এঁকে যা, আরে এঁকে যা)

কেউ ওকে বলে দে রে- ও আছে এ মন জুড়ে
কেউ ওকে বলে দে রে- ও আছে এ মন জুড়ে
তার বিনিময়ে যা সব নিয়ে যা

কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা (দেখে যা, আরে দেখে যা)
ওর চোখের কাজলে মনে আলপনা এঁকে যা

ঘামে ভেজা-
গানের কথাগুলো খেয়াল করবেন

ঘামে ভেজা দুপুরে বা সোনাঝরা সন্ধ্যায়
ঘামে ভেজা দুপুরে বা সোনাঝরা সন্ধ্যায়
শহুরে চেনা সড়কে সে যখনই হেঁটে যায়
কাব্যেরা খোঁজে উত্তর, কবি ঢাকে মুখ
গালিবের গজলে বা সুনীলের কবিতায়

ও তো লা-জবাব যদি থাকে রে জবাব, হায়
ও তো লা-জবাব যদি থাকে রে জবাব
তবে দিয়ে যা, দিয়ে যা সে জবাব দিয়ে যা

কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা (দেখে যা, আরে দেখে যা)
ওর চোখের কাজলে মনে আলপনা এঁকে যা (এঁকে যা, আরে এঁকে যা)

ভালোবাসা, ভালোবাসা সর্বনাশা, এ কি রোগে ধরেছে?
এ রোগে কী জ্বালা সে জানে যে প্রেমে পড়েছে
ভুল বলছি?
ভালোবাসা সর্বনাশা, এ কি রোগে ধরেছে?
এ রোগে কী জ্বালা সে জানে যে প্রেমে পড়েছে
দাঙ্গা বা মহামারীতে মরেছে কত লোক?
তার চেয়ে বেশি লোক এ রোগেতে মরেছে!

হবে না শহিদ বেদী মরে যাই আমি যদি
হবে না শহিদ বেদী মরে যাই আমি যদি
বলবে সবাই, "বেওকুফ দেখে যা"

কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা (দেখে যা, আরে দেখে যা)
ওর চোখের কাজলে মনে আলপনা এঁকে যা (এঁকে যা, আরে এঁকে যা)

কেউ ওকে বলে দে রে- ও আছে এ মন জুড়ে
কেউ ওকে বলে দে রে- ও আছে এ মন জুড়ে
তার বিনিময়ে যা সব নিয়ে যা

কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা (দেখে যা, আরে দেখে যা)
ওর চোখের কাজলে মনে আলপনা এঁকে যা (এঁকে যা, আরে এঁকে যা)
ওই কালো চুলে শ্রাবণের ঘনঘটা দেখে যা



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link