Janina - Cover

ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময়
মেনে নেয় তার পরাজয়
জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময়
মেনে নেয় তার পরাজয়
জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়

যার কথা ভাসে মেঘলা বাতাসে
তবু সে দূরে, তা মানি না (মানি না)
যার কথা ভাসে মেঘলা বাতাসে
তবু সে দূরে, তা মানি না

জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না
জানি না
জানি না

রাত বেড়ে যায় ধীর পায়
বাতাসেরা যেন অসহায়
শুকনো পাতার নূপুরে
কে যেন ডেকে যায়

রাত বেড়ে যায় ধীর পায়
বাতাসেরা যেন অসহায়
শুকনো পাতার নূপুরে
কে যেন ডেকে যায়

যার উষ্ণ আঁচে ভালোবাসা বাঁচে
সে হৃদয় ভাঙে, তা মানি না (মানি না)
যার উষ্ণ আঁচে ভালোবাসা বাঁচে
সে হৃদয় ভাঙে, তা মানি না

জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না

দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে
মন মেললো স্মৃতি দু'ডানা
দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে
মন মেললো স্মৃতি দু'ডানা

জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না
জানি না
জানি না



Credits
Writer(s): Nachiketa, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link