Shono Jar Usilay

শোনো যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান
শুধু তার ওছিলায় এই দুনিয়া
দিলেন রহমান
শোনো যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান

খোদার হাবিব ছিলেন তিনি
মরুর বুকে গোলাপ যিনি
খোদার হাবিব ছিলেন তিনি
মরুর বুকে গোলাপ যিনি
গন্ধ অফুরান
আমরা মুসলমান

শোনো যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান

মন যে আমার যায় রে ছুটে যায়
হাজার স্মৃতির নবীর মদীনায়
মন যে আমার যায় রে ছুটে যায়
হাজার স্মৃতির নবীর মদীনায়
সেই সে ছবি মনে এঁকে
সেই সে ছবি মনে এঁকে
কাঁদি অবিরাম
কাঁদি অবিরাম

শোনো যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান

নূর নবীজির প্রেম পরশে
আমি যে মশগুল
তার প্রেমের সুধা পেয়ে নাচে
গুলবাগে বুলবুল
গুলবাগে বুলবুল

রাসূল আমার আলোর দিশারী
বিচার দিনে পাড়ের কান্ডারী
রাসূল আমার আলোর দিশারী
বিচার দিনে পাড়ের কান্ডারী
তার শাফায়াত পেলে হবো
তার শাফায়াত পেলে হবো
খোদার মেহমান
খোদার মেহমান

শোনো যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান
শুধু তার ওছিলায় এই দুনিয়া
দিলেন রহমান

খোদার হাবিব ছিলেন তিনি
মরুর বুকে গোলাপ যিনি
খোদার হাবিব ছিলেন তিনি
মরুর বুকে গোলাপ যিনি
গন্ধ অফুরান
আমরা মুসলমান

শোনো যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান
শুধু তার ওছিলায় এই দুনিয়া
দিলেন রহমান
শোনো যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান



Credits
Writer(s): Tofazzal Hossain Khan
Lyrics powered by www.musixmatch.com

Link