Ujan ganger naiya

উজান গাঙের নাইয়া
উজান গাঙের নাইয়া
তুমি কইবার নি পারো রে নদী গেছে কতদূর?
উজান গাঙের নাইয়া
উজান গাঙের নাইয়া

যে কূল ধইরা চলে রে নদী সেই কূল ভাইঙ্গা যায়
যে কূল ধইরা চলে রে নদী সেই কূল ভাইঙ্গা যায়
আবার আলসে ঘুমায়া পড়ে সেই কূলেরই গায়

আমার ভাঙ্গা কূলে ভাসাই তরী রে
যদি পাই দেখা বন্ধুর
যদি পাই দেখা বন্ধুর

উজান গাঙের নাইয়া
উজান গাঙের নাইয়া

নদীর পানি শুনছি নাকি সায়রপানে ধায়
আমার চোখের পানি মিলবো যায়া কোন সে দরিয়ায়

নদীর পানি শুনছি নাকি সায়রপানে ধায়
আমার চোখের পানি মিলবো যায়া কোন সে দরিয়ায়

সেই অজানা পাড়ের লাইগা রে
আমার কান্দে ভাটির সুর
আমার কান্দে ভাটির সুর

উজান গাঙের নাইয়া
উজান গাঙের নাইয়া



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link