Jolchobi

দু'হাত বাড়ালে মেঘটা ছোঁয়া যাবে
শুধু তোমার হাতের পাশে নেই আমার হাত

দু'জোড়া চোখে তাকালে বৃষ্টি দেখতে পাবে
বহুদিন ধরে দুটো চোখের অভাব

আর শুধু দু'পা এগোলেই পায়ের তলায় ঘাসফুল
সেই কবে থেকে আর এক পায়ের অপেক্ষা

আর শুধু একটা কথা বলার বাকি
হোক না সে কথাটা ভুল

তবু ভুল করে সেই কথা বলা হলোনা

ভেবেছিলাম এক ছাতায় দাঁড়িয়ে বৃষ্টি লুকাবো
দু হাতে কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাবো

বৃষ্টি নামলো ঠিকই ভিজছি আমি একা
শুধু দৃষ্টিতে এক হাতে বানানো কাগজের ছেঁড়া নৌকা

মিশে গেলো বৃষ্টিতে দু এক ফোঁটা নোনা জল
তবু বৃষ্টি থামার আগে চোখ শুকালো না

শুকিয়ে গেছে মাটিটা, ছেঁড়া নৌকা হাতে
আবার আসবে কখন বৃষ্টির অপেক্ষা



Credits
Writer(s): Samir Chandra Barma
Lyrics powered by www.musixmatch.com

Link