Rakho Rakho Ranga Paye

রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়
রাখ রাখ রাঙা পায়
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়
রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়
রাখ রাখ রাঙা পায়

সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া
সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া
নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া
আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এসো
আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এসো
বহাও উজান, হরি, অশ্রুর যমুনায়

রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়
রাখ রাখ রাঙা পায়

একা জীবন মোর গহন বন ঘোর
একা জীবন মোর গহন বন ঘোর
এসো এ বনে বনমালী, গোপ কিশোর
এসো এ বনে বনমালী, গোপ কিশোর
কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায়
প্রেম-প্রীতি গোপ-চন্দন শুকায়ে যায়

দারা সূত প্রিয়জন, হরি হে, নাহি চাই
পদ্ম-পলাশ-আঁখি যদি দেখিতে পাই
দারা সূত প্রিয়জন, হরি হে, নাহি চাই
পদ্ম-পলাশ-আঁখি যদি দেখিতে পাই
রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ
গোকুলে লহ ডাকি, অকূলে ভাসি হায়

রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়
রাখ রাখ রাঙা পায়
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়
রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়
রাখ রাখ রাঙা পায়



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link