Shokhi Aami Na Hoy

সখী, আমিই নাহয় মান করেছিনু
আমিই নাহয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
সখী, আমিই নাহয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি
কেন নাহি ফিরাইলি
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি
কেন নাহি ফিরাইলি
সখী, আমিই নাহয় মান করেছিনু

তারে ফিরায়ে যে পায়ে ধরি
তার পায়ে পায়ে ফেরেন হরি
ফিরায়ে যে পায়ে ধরি
তার পায়ে পায়ে ফেরেন হরি
পরিহরি মান
পরিহরি মান-অভিমান
তারে কেন নাহি ফিরাইলি

সখী, আমিই নাহয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি

তোরা তো হরির স্বভাব জানিস
তার স্ব-ভাবের চেয়ে পরভাব বেশি
তোরা তো হরির স্বভাব জানিস
তার স্বভাব জেনেও রইলি স্ব-ভাবে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে

তোদের পরম-পুরুষ পরবোধ হলো
ডাকলি না পরবোধে
তোদের পরম-পুরুষ পরবোধ হলো
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে

তারে প্রবোধ কেন দিলি নে, সই
প্রবোধ কেন দিলি নে, সই
তোরা তো চিনিস হরিরে
প্রবোধ কেন দিলি নে, সই
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে

হরি প্রহরী হইয়া
হরি প্রহরী হইয়া রহিত রাধার
ঈষৎ অনুরোধে
হরি প্রহরী হইয়া রহিত রাধার
ঈষৎ অনুরোধে
তারে অনুরোধ কেন করলি নে, সই

তারে অনুরোধ কেন করলি নে, সই
তোরা যে রাধার অনুবর্তিণী
অনুরোধ কেন করলি নে, সই
তোরা যে রাধার অনুরাধা
অনুরোধ কেন করলি নে, সই

ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link