Ure Jak

উড়ে যাক এ ঘুম আমার
ছুঁতে শ্বেতপাথরের রাত
জানি পায় না কাছে কিছু
আমার শূন্য দুটি হাত

ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত এসময়
দারুণ অবাধ্যতায়
উড়ে যাক এ ঘুম আমার

আড়ালে রেখেছো প্রেমিকের গভীরতা
অথবা সরিয়ে রেখেছো সে দীনতা

হারিয়ে গিয়েছি বইয়ের ভেতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না
হারিয়ে গিয়েছি বইয়ের ভেতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না

খুঁজে পাওয়া যাবে না

উড়ে যাক এ ঘুম আমার

কুড়িয়ে নিয়েছো শিউলি সকাল ফুলে
অথবা দুপাশ ভরিয়ে রেখেছো ভুলে
উঠোন পেরিয়ে কলপাড় হয়ে
জামার হাতায় কপাল ভিজিয়ে
কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখোনি
উঠোন পেরিয়ে কলপাড় হয়ে
জামার হাতায় কপাল ভিজিয়ে
কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখোনি

কোনো স্পর্শ রাখোনি

উড়ে যাক এ ঘুম আমার
ছুঁতে শ্বেতপাথরের রাত
জানি পায় না কাছে কিছু
আমার শূন্য দুটি হাত

ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত এসময়
দারুণ অবাধ্যতায়
উড়ে যাক এ ঘুম আমার



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link