Nid Nahi Ankhipate

বঁধূয়া, নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে

ডাকিছে দাদুরী মিলনতিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে
ডাকিছে দাদুরী মিলনতিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে
পল্লীর বধূ বিরহী বঁধুরে মধুর মিলনে সম্ভাষে
আমারও যে সাধ বরষার রাত কাটাই নাথের সাথে

নিদ নাহি আঁখিপাতে

গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া
এসো হে আমার বাদলের বঁধু, চাতকিনী আছে চাহিয়া
গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া
এসো হে আমার বাদলের বঁধু, চাতকিনী আছে চাহিয়া

কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া
কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া
কোন অভিমানে হে নিঠুর নাথ, এখনও আমারে ত্যাগিয়া?
এ জীবন ভার হয়েছে অবহ, সঁপিব তোমার হাতে

নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে



Credits
Writer(s): Suman Chattopadhyay, Atul Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link