Amar Shure Lage Tomar Hashi

আমার সুরে লাগে তোমার হাসি
যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি
আমার সুরে লাগে তোমার হাসি

দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে
হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি

আমার সুরে লাগে তোমার হাসি

আমার সকল কাজই রইল বাকি
সকল শিক্ষা দিলেম ফাঁকি
সকল কাজই রইল বাকি
আমার গানে তোমায় ধরব বলে
উদাস হয়ে যাই যে চলে
তোমার গানে ধরা দিতে ভালোবাসি

আমার সুরে লাগে তোমার হাসি
যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি
আমার সুরে লাগে তোমার হাসি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link