Pichutan

এভাবে বাঁচার নেই কোনো মানে
যে জীবনে তুমি নাই
ভুল বোঝো যদি কূলহারা নদী
এ আমি তোমাকে চাই

যতবার ভাবি ভুলে যাব সবই
তারও বেশি মায়ার টান
"তুমি-তুমি" করে যাব আমি মরে
বলো না এ কোন পিছুটান

এভাবে বাঁচার নেই কোনো মানে
যে জীবনে তুমি নাই
ভুল বোঝো যদি কূলহারা নদী
এ আমি তোমাকে চাই

তোমার কপালে শত জনমের এঁকে দেবো চুম
তোমার প্রতীক্ষায় দিবানিশি শুধু থাকি নির্ঘুম

যতবার ভাবি ভুলে যাব সবই
তারও বেশি মায়ার টান
"তুমি-তুমি" করে যাব আমি মরে
বলো না এ কোন পিছুটান

এভাবে বাঁচার নেই কোনো মানে
যে জীবনে তুমি নাই
ভুল বোঝো যদি কূলহারা নদী
এ আমি তোমাকে চাই

আড়াল গো হলে দুচোখ ভাসে জলে নিঝুম বরষায়
কী যে এক যন্ত্রণায় ভিতর-বাহির ঝড় বয়ে যায়

যতবার ভাবি ভুলে যাব সবই
তারও বেশি মায়ার টান
"তুমি-তুমি" করে যাব আমি মরে
বলো না এ কোন পিছুটান

এভাবে বাঁচার নেই কোনো মানে
যে জীবনে তুমি নাই
ভুল বোঝো যদি কূলহারা নদী
এ আমি তোমাকে চাই

এভাবে বাঁচার নেই কোনো মানে
যে জীবনে তুমি নাই
ভুল বোঝো যদি কূলহারা নদী
এ আমি তোমাকে চাই



Credits
Writer(s): Hridoy Khan, Shafiq Tuhin
Lyrics powered by www.musixmatch.com

Link