Roddur

ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাঁপ দেই মন পাখা খুলে
রোদ্দুর আয় তোর সাথে খেলি
কমলা ফুলের সে জলকেলি

ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাঁপ দেই মন পাখা খুলে
রোদ্দুর আয় তোর সাথে খেলি
কমলা ফুলের সে জলকেলি

সেঁকে নি নিধুয়া পাথারে, দুঃখ কথা ভুলে যাই
ছোট কাজ নিচু কথা
রোদ্দুর উঠে পর মনের পর ঘরে গহিনে
পথ ভোলা বন্দরে, অন্তরে
চল ভুলে যাই ছোট কাজ নিচু কথা
চল ভুলে যাই স্যাঁতসেতে মন ব্যথা

ঝাঁপ দেই মন পাখা খুলে

চল বলি বৃষ্টিকে বিদায়
আর গান গাইবোনা নিয়ে তোমায়
বৃষ্টি তুমি বড় বেশি সুরেলা
বড় বেশি একঘেয়ে এই পথচালা

রোদ্দুর উঠে পর মনের পর ঘরে গহিনে
পথ ভোলা বন্দরে, অন্তরে
সেঁকে নি নিচু কাজ
নিচু কথা চল ভুলি
স্যাঁতসেতে মন ব্যথা

ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাঁপ দেই মন পাখা খুলে
ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাঁপ দেই মন পাখা খুলে



Credits
Writer(s): Anandi Kalyan Dutta, Ishmamul Farhad, Ishmamul Farhad Elin
Lyrics powered by www.musixmatch.com

Link