Ogo Saotali Chhele

ওগো সাঁওতালি ছেলে
ওগো সাঁওতালি ছেলে
শ্যামল সঘন নববরষার
কিশোর দূত কি এলে
ওগো সাঁওতালি ছেলে

ধানের ক্ষেতের পারে
শালের ছায়ার ধারে
ধানের ক্ষেতের পারে
শালের ছায়ার ধারে
বাঁশির সুরেতে সুদূর দূরেতে
বাঁশির সুরেতে সুদূর দূরেতে
চলেছ হৃদয় মেলে

ওগো সাঁওতালি ছেলে

পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা
পীত ধড়াটিতে অরুণরেখা
পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা
পীত ধড়াটিতে অরুণরেখা
কেয়াফুলখানি কবে তুলে আনি
দ্বারে মোর রেখে গেলে

ওগো সাঁওতালি ছেলে

আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি

ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে

ওগো সাঁওতালি ছেলে
শ্যামল সঘন নববরষার
কিশোর দূত কি এলে
ওগো সাঁওতালি ছেলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link